জনসম্মুখে পুরুষ নির্যাতন, ভিডিও ভাইরাল!
একজন রিক্সাচালক হিসেবে লোকটির দোষ সে ধীরে রিক্সা চালাচ্ছিলো, আর যাত্রী হিসেবে মহিলার ব্যবহারটা দেখুন..।।।
যারা প্রতিবাদ করতে গিয়েছিলো তারাও যথারীতি লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে
# নোট ঃরিকশা চালককে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে ভাইরাল হওয়া কথিত নারী সুশীলের জায়গায় যদি কোন পুরুষ থাকতো এতোক্ষনে তিনি গ্রেফতার হয়ে শ্রী ঘরে থাকতেন। নারী বলেই কি ছাড় দেওয়া! নাকি রিকশাওয়ালা মার খেয়েছে তাই এই নমনীয়তা ! অবশ্য রিকশা চালক এই ভাইটিকে দিয়ে একটা অভিযোগ করিয়ে দেখা যেতে পারে!