No title

Onurodr asor
0
সাতক্ষীরার ৪ টি আসনে ৫ জনের প্রত্যাহার, ৬ জনের বাতিল



সাতক্ষীরায় চারটি সংসদীয় আসনে ৩১জন প্রার্থীর মধ্যে ৫জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। এছাড়া দলীয় মনোনয়ন না পাওয়ায় আরও ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকতা এস.এম মোস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।


জেলা রিটার্নিং কর্মকতার কার্যালয় থেকে জানা গেছে, সাতক্ষীরা-১ আসনে দুইজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন, প্রকৌশলী শেখ মুজিবর রহমান (আ’লীগ) ও ওবায়দুস সুলতান বাবলু (জাসদ)। এছাড়া বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়ায় শাহানারা পারভীন (বিএনপি) এর মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে চুড়ান্তপ্রার্থী হিসেবে থাকছেন, অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ (ওয়ার্কার্স পার্টি), হাবিবুল ইসলাম হাবিব (বিএনপি), এ.এফ.এম আসাদুল হক (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), আব্দুর রশিদ (বিএনপিপি), সৈয়দ দিদার বখত, (জাতীয় পার্টি) ও আব্দুল আজিজুর রহমান (বামগণতান্ত্রিক জোট)।


সাতক্ষীরা-৩ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় মুফতি রবিউল বাশার (জামায়াত) এর মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে চুড়ান্তপ্রার্থীরা হলেন, ডা. আফম রুহুল হক (আ’লীগ), ডা. শহিদুল আলম (বিএনপি), ও মো. ইসাহক আলী (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন)।

সাতক্ষীরা-৪ আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় কাজী আলাউদ্দীন (বিএনপি) ও আব্দুস সালাম (বিএনপি) এর মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে চুড়ান্তপ্রার্থী হলেন, এস.এম জগলুল হায়দার (আ’লীগ), গাজী নজরুল ইসলাম (জামায়াত), মো. আব্দুল করিম (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), আব্দুস সাত্তার মোড়ল (জাতীয় পার্টি),এইচএম গোলাম রেজা (যুক্তফ্রন্ট) ও মো. রবিউল ইসলাম জোয়াদ্দার (প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি)


Post a Comment

0Comments

Post a Comment (0)