জীবন তোমার সুন্দর হবে আমায় ভালবাসলে, অনেক সুখে থাকবে তুমি আমার কাছে থাকলে।

Onurodr asor
0
জীবন তোমার সুন্দর হবে আমায় ভালবাসলে,


জীবন তোমার সুন্দর হবে আমায় ভালবাসলে, অনেক সুখে থাকবে তুমি আমার কাছে থাকলে।
রাখবো তোমায় বুকের ভেতর অনেক যত্ন করে, আমার মত কেউ পাবেনা ভালবাসতে তোরে।
তোমার ঠোঁটের হাসি আমি হারাতে দিবোনা, তুমি শুধু আমার কথায় একবার বল হ্যা।।




যে ভালবাসা বুঝেনা, তাকে ভালবাসা শিখাতে যাবেন না! কারন সে ভালবাসা শিখবে আপনার কাছে, কিন্তু ভালবাসবে অন্য জনকে! আর কষ্ট পাবেন আপনি।


শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়। শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়। নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালবাসা।

Post a Comment

0Comments

Post a Comment (0)