প্রধানমন্ত্রী বললেন, বিদায়-আর দেখা হবে না
মন্ত্রিসভার আর কোনো বৈঠক হবে না। সবাই নিজ নিজ এলাকায় চলে যাবেন নির্বাচনী কাজে। আর দেখা হবে না বলে মন্ত্রিসভা থেকে অনানুষ্ঠানিকভাবে বিদায় নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এমনটাই বলেন। এ বৈঠক বর্তমান সরকারের ২০৩ তম মন্ত্রিসভার বৈঠক ছিল। একইসঙ্গে এটি চলতি বছরের (২০১৮) ৩০তম বৈঠক।
br />
প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের শেষ বৈঠক। এরপর মন্ত্রিসভার আর কোনো বৈঠক হবে না। সবাই নিজ নিজ এলাকায় চলে যাবেন নির্বাচনী কাজে। আর দেখা হবে না। আগামীতে জনগণ যাকে ভোট দেবে অর্থাৎ জনগণ কাকে ভোট দেবে এটা তারাই জানেন।
Post a Comment
0Comments
24/related/ {recent }