দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভাসে। কেউ কাঁদে কেউ হাঁসে,

Onurodr asor
0


দিন যায় দিন আসে,
সময়ের স্রোতে ভাসে।
কেউ কাঁদে কেউ হাঁসে,
তাতে কি যায় আসে।
খুঁজে দেখো আশে পাশে,

Onurodr asor বড় ছবি এখানে একটা ক্লিক করুন👇
এখানে একটা ক্লিক করুন👇


কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালবাসে…

এখানে একটা ক্লিক করুন👇

এখানে একটা ক্লিক করুন👇


আমার শোকে ছড়িয়ে দিও ,
জবা ফুলের লাল,
বন্ধু আমি তোমার নিশী,
জাগবো চির কাল…
বন্ধুত্ব হলো, 
হাত এবং চোখের মধ্যে সম্পর্কের মতন। 
যখন হাতে কোনো আঘাত লাগে, 
তখন চোখের অশ্রু ঝরে।
আবার, যখন চোখের অশ্রু ঝরে, 
তখন হাত টা মুছে দেয়…




এখানে একটা ক্লিক করুন👇 এখানে একটা ক্লিক করুন👇


এখানে একটা ক্লিক করুন👇

Post a Comment

0Comments

Post a Comment (0)