শুভক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন।কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো,

Onurodr asor
0

 শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন। কষ্ট গুলো    দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো,



শুভক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন।কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো, নতুন ভালো স্বপ্ন দেখো,আমার কথা মনে রেখ।
এখানে একটা ক্লিক করুন👇

বন্ধু মানে সুখের সাথী।বন্ধু মনে রাগ।বন্ধু মানে দুঃখ সূখের সমান সমান ভাগ।বন্ধু মানে হালকা হেসে চোখের কোনের জল। বন্ধু মানে মনে পরলে একটা ছোট কল।
এখানে একটা ক্লিক করুন👇

কিছু কথা কিছু পরিচয়, ক্ষনিকের হয়।কিছু ব্যাথা কিছু সৃষ্টি, ভুলার নয়।কিছু মানুষ কিছু বন্ধু চিরদিনের হয়।“আই মিস ইউ”।
এখানে একটা ক্লিক করুন👇

জীবনের রং বড় বিচিত্র, কখনো লাল কখনো নীল।কখনো মুক্ত পাখির মতো।কখনো আবার চুপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে যায় কত চেনা মুখ। থেকে যায় শুধু অনাবিল সূখ।
এখানে একটা ক্লিক করুন👇

নীল নীলিমায় দূরে কোথায় মন যে হারায় বেকুলতায় ,মনে পরে যায় একটা কথা ই মন জানতে চায় অবেলায় অবসরে মনে কি পরে আমায় “আই মিস ইউ”

Post a Comment

0Comments

Post a Comment (0)