আওয়াজ_তুলুন_নিজ_নিজ_জায়গা_থেকে
বন্ধ_করুন_শিশু_নির্যাতন ......
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহকর্মী নির্যাতন!
ব্রাহ্মণবাড়িয়ায়ে শিশু গৃহকর্মী নিষ্ঠুর নির্যাতন, আটক 3
ব্রহ্মণবাড়িয়া শহর পশ্চিম মেড্ডা এলাকায় লামিয়া (9) নামে একটি শিশু গৃহকর্মী নিষ্ঠুর নির্যাতন শিকার গৃহকর্তা দ্বারা। বৃহস্পতিবার বিকালে পুলিশ স্থানীয় লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে।
প্রাথমিকভাবে তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গৃহকর্মী জেলা শহর গুরকণঘাট এলাকা মৃত কদদ মিয়ার মেয়ে। এই ঘটনায় আজ শুক্রবার ভোরে গৃহকর্তা সহ তিনজনের আটক করা হয়েছে সদর থানা পুলিশ। আটক হলেন গৃহকর্তা নেহার সুলতানা (45) তার দুই মেয়ে রুমা আকতার রামপা (২1) ও তাবাসসুম সুমাইয়া (15)। ঘটনার পরে থেকে মূল গৃহকর্তা রমজান মিয়া পালিয়ে গেছে।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক বলেন, ঐ শিশুটি মা-বাবা মারা যাওয়ার পরে দুই বছর বয়সে তাকে লালন পালনের জন্য রমজান মিয়ার কাছে ডেকে আনা হয়। কয়েক বছর পর থেকে রমজান তাকে তার বাড়িতে গৃহকর্মী কাজ করা আছে। তার উপর চলতে শারীরিক নির্যাতন।
তিনি আরও বলেন, কারনে বা অকারণে গৃহকর্তা নেহার সুলতানসহ তার মেয়ে তাকে বেধড়ক মারতো। তার সারা শরীরের অসংখ্য দাগ ও ক্ষত চিহ্ন রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই পরিবারে পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়েছে।
Post a Comment
0Comments
24/related/ {recent }