কাউকে ভালোবাসা মেয়েটি,তার পরিবারের পাঁচজনের ভালোবাসার কাছে হেরে যায়,
December 08, 2018
0
কাউকে ভালোবাসা মেয়েটি,তার পরিবারের পাঁচজনের ভালোবাসার কাছে হেরে যায়,মানতে হয় বাস্তব কে,সবার খুশির জন্য অন্য এক অচেনা পুরুষকে ভালোবাসার অভিনয় করে যেতে হয়,
এক সময় হয়ত অভিনয় করতে করতে ভালোবেসে ফেলে অচেনা মানুষটিকে,মায়ায় পরে যায়,আর এভাবেই কেটে যায় দিন,হয়ত পুরুনো স্মৃতিগুলি মাঝে মাঝে মনটাকে আঘাতে রক্তাক্ত করে দেয়,আর সেই রক্ত খরণ কেউ দেখেনা কোনদিন।এটাই তো মেয়েদের জীবন নিজেকে প্রতিনিয়ত ঠকায় অন্য কারো ভালো থাকার প্রয়োজনে
পুরুষরা এমন একটা জাতি যারা নারীদের কাছে থেকে একটু কষ্ট পেলেই ধিক্কার দিয়ে বলে উঠে, "নারীরা পারেই বটে!" আমিও বলবো নারীরা পারেও বটে।
নিজের আপন সবার ভালবাসা অতিক্রম করে দু'দিনের চেনা একটা ছেলেকে ভালবেসে হাত ধরে বাড়ি থেকে বেড়িয়ে আসতে পারে।