Thursday 20 December 2018



তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার 
জনমে জনমে যুগে যুগে অনিবার। 
চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার– 
কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার 
জনমে জনমে যুগে যুগে অনিবার। 



যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, 
অতি পুরাতন বিরহমিলন কথা, 
অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে 
কালের তিমিররজনী ভেদিয়া তোমারি মুরতি এসে 
চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে। 

আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগলপ্রেমের স্রোতে 
অনাদি কালের হৃদয়-উৎস হতে। 
আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে 
বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর লাজে– 
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে। 





আজি সেই চির-দিবসের প্রেম অবসান লভিয়াছে, 
রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। 
নিখিলের সুখ, নিখিলের দুখ, নিখিল প্রাণের প্রীতি, 
একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি– 
সকল কালের সকল কবির গীতি।

Post a Comment

Whatsapp Button works on Mobile Device only

Start typing and press Enter to search