প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না।
December 14, 2018
0
প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না। যা হয় তা হল ভালো লাগা। আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসা।
ভালোবাসাকে যদি শস্যক্ষেত্র রুপে কল্পনা করা হয়। তবে বিশ্বাস হলো তার বীজ। আর আবেগ হলো তার পরিচর্যা।
আজকে তুমি রাগ করছো, দু:খ পাবো তাতে। কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে? বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে, বুঝবে সেদিন তুমি, ভালোবাসতাম শুধু তোমাকে …… !