কষ্ট সহ্য হাসিমুখে:
মনে জমে থাকা কষ্ট গুলো মাঝে মাঝে খুব তীব্র হয়।। এতোটাই কষ্টদায়ক হয় যে, সহ্য করে থাকাটাই কঠিন হয়ে যায়।। এর চেয়েও কষ্টকর হলো- সেইসব মূহূর্তগুলোতে কষ্ট সহ্য হাসিমুখে সবাইকে সময় দেয়া, কথা বলা, সবকিছু মেনে নিয়ে বেচেঁ থাকা !!
আমায় যখন পড়বে মনে পাবে হৃদয় ঘরে, যদি কখনো পরে মনে আঁধার রাতের মাঝে ঐ দিগন্তে দেখবে আমায় তাঁরকারই সাজে, পূর্ণিমা রাতে দেখ চেয়ে চন্দ্রিমার ঐ হাসি আলো ছড়িয়ে বলছি তোমায় কত ভালোবাসি, আমাবস্যার নিঝুম রাতে লাগবে যখন একা জোঁনাক হয়ে আসব আমি পাবে আমার দেখা, হয়ত কাছে পাবে নাকো চলে যাব দূরে তবুও জেনো থাকব আমি তোমার হৃদয় জুড়ে!!