দুটিপাখি চারটে আঁখি হাসান ইবনে শামীম

Onurodr asor
0

দুটিপাখি চারটে আঁখি
হাসান ইবনে শামীম


দুটিপাখি চারটে আঁখি স্বপ্ন আঁকে
পাতার ভিড়ে আপন নীড়ে ডিমটি রাখে
বনেবনে গানেগানে জাগায় সাড়া
রাঙাভোরে  ঘরের দোরে মাতায় পাড়া।


নীল আকাশে বাও বাতাসে উড়ে বেড়ায়
রঙিন ডানায় নদীর কানায় জোড়ায় জোড়ায়
হিজল ডালে গালেগালে প্রেমের রেওয়াজ
কোমল বুকে গোপন সুখে দেয় সে আওয়াজ।


প্রেম চুকিয়ে ডিম ফুটিয়ে খাদ্য খোঁজে
ছোট্টছানা নরমডানা চোখটি বোজে
গোলাপবনে ফুলের সনে দিন যে কাটে
নীলগগনে  বিল  পবনে বেড়ায়  ছুটে।


মালয়েশিয়া
১৫/৯/২০১৮

Post a Comment

0Comments

Post a Comment (0)