মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে

Onurodr asor
0



 মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে ... এতটা মিস করি তোমাকে ... আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে ,, তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি.... “আই মিস ইউ” ।



গোলাপকে ছিড়তে গেলে কাঁটা লাগে হাতে,মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে বুকে, তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে “আই মিস ইউ” ।




আকাশ বলে তুমি নীল। বাতাস বলে তুমি বিল। নদী বলে তুমি সীমাহীন। চাঁদ বলে তুমি সুন্দর। ঘাস বলে তুমি সবুজ। ফুল বলে তুমি অবুজ। কিন্তু আমি বলি, “তুমি কেমন আছ?”






Post a Comment

0Comments

Post a Comment (0)