আজ না খুব একা একা লাগছে।
December 05, 2018
0
আজ না খুব একা একা লাগছে। চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া যায় না। কেন এমন হয় বলোতো ! ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে ! তোমাকে ছাড়া যে আমার নিশ্বাস নিতেও কষ্ট হয় !
আজ অনেক বৃষ্টি ঝরছে তোমায় খুব মনে পড়ছে,বৃষ্টি তে আজ ভিজব না সুখে দের আর খুঁজব না,বৃষ্টি মিস করছে আমায় আমি মিস করছি তোমায়…
কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!