ভালোবাসাটা এমন একটা জিনিস যা হয়ত বা ধরা ছোঁয়ার বাইরে কিন্তু এই ভালোবাসাটা আসে একদম মনের গভির থেকে...
April 24, 2020
0
Display Adds
ভালোবাসাটা এমন একটা জিনিস যা হয়ত বা ধরা ছোঁয়ার বাইরে কিন্তু এই ভালোবাসাটা আসে একদম মনের গভির থেকে|| ভালোবাসা চিরন্তন
ভালোবাসাটা সত্যিই সৃষ্টিকর্তার এক অপরূপ নিদর্শন যা সবার ভাগ্যে জুটে না আর যাদের ভাগ্যে জুটে তারা তা রক্ষা করতে পারে না|
তুমি শুধু আমার বাহির দিকটাই দেখলে, কখনো ত মন কি বলে তা দেখলে না। আমার একটা ছোট্ট ভুলের কারনে আজ আমাকে ভুলে গেলে। আজ আমি এতটাই কষ্ট পাচ্ছি হয়ত তোমাকে বলে বুঝাতে পারবনা। কিন্তু এই কথা বলতে পারব তোমাকে আমি আজও খুব বেশী ভালোবাসি।
জানি না কেমন করে তোমার প্রতি আমার টানটা বেড়ে গেল,ভাবতে পারি নি যে আমি তোমাকে ভালোবেসে ফেলব তবে এখন যে এই মনটা আমার আর নেই,হূদয়টায় আজ শুধু তোমার নাম,একবুক ভালোবাসা শুধু তোমায় দিলাম|
মন থেকে ভালবাসি তাই তো এত দূরে থেকেও তোমার কাছে আসতে চাই।তোমার কষ্টে আমার হয় তাই তো নিরবে কাদি।এত ভালবাসি তাই তো সব কিছুর মাঝে তোমাকেই পাশে চাই।আড়ালে আড়ালে চোখ মুছে যায় শুধু ভালবাসি তোমাকে।
যত চাই খুশি মন নিয়ে কথা বলতে তত হয়ে যায় খারাপ তোমার একটু ভুলের কারনে।আর সেটাই তো পারি না মনকে বোঝাতে তাই তো আমাদের দু জনকে এত কষ্ট পেতে হয়।
আমার অনুভূতি কেমন তা কি জানো?আমার ভালবাসা কতটা অতল সেটা কি বোঝো?তোমায় অনেক ভালবাসি সেটা কি মানো?তোমার মাঝে কি আমায় খোজো?জানি সবই একদিন জানবে,বুঝবে,মানবে এবং খুজবেও কিন্তু তখন হয়ত আমি আর নেই বা কোনো দূর অজানায়।
Display Adds
AMAR GOLPO JODE VALO LAGA TAKA
LIKE SHARE O COMMENDTS KORBAN