কষ্ট মানুষ কে পরিবর্তন করে , কষ্ট মানুষ কে শক্তিশালি করে আর প্রতিটি কষ্টের অভিঙ্গতাই
আমার জন্য নতুন শিক্ষা ।চোখের পানিই হল সব থেকে মূল্যবান পানি,, কারন কি জানেন??
পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানিই বুঝাতে পারেকাউকে হারানোর কষ্ট!!
একাকি রাজপথে নিঃসঙ্গ পথচলা পথেরঅন্তরালে তুমি আর তোমার ছায়া;
নিস্তব্ধ দ্রোহের মায়াজালে শূন্যতার প্রতিশ্রুতি তুমি অন্ধকার, চারিদিকে অন্ধকার।
আমার নিভে যাওয়া প্রদীপতুমি পারবে কি জ্বালাতে -! আমার ভুলে যাওয়া স্বপ্ন
পারবে কি দেখাতে - আমার হৃদয়ের গোপন কথা তুমি পারবে কি শুনতে -!
ভেঙ্গে যাওয়া জীবন আমার তুমি পারবে কি গড়তে আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম ,
বৃষ্টিতে ভিজে গেলো .. আকাশে লিখলাম ,, আকাশ মেঘে ঢেকে গেলো ..
কিন্তু যখনই হৃদয়ে লিখলাম ,,ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে.