কবিতার পাঠ লতার নথ দোলে ফোটে ঘাস ফুল রোদের আঁচল ছেঁড়ে মেঘের চুল / কবি হাসান ইবনে শামীম ?

Onurodr asor
0

কবিতার পাঠ
হাসান ইবনে শামীম

লতার নথ দোলে ফোটে ঘাস ফুল
রোদের আঁচল ছেঁড়ে মেঘের চুল

কূলে কূলে নদী খেয়ে ঢুল

বলে গেলো কথা
গোপন বেদনায় জীবনের ব্যাথা।

নীল গগন দেখি চিল উড়ে দূর
ঘুরেফিরে খুঁজে পেতে সুর
আযানের মিনার খুঁজে পাই নূর

পাখির গোপন গানে-
মধুর মোহন বাঁশি বাজে প্রাণে।

জরিন জোছনা'তো চপল চাঁদের
হিম হিম পাহাড়ে আলো বাঁধের
এ-তো সব মায়াময় আমাদের


ধান ফলা সবুজের মাঠ
যেনো কবির কবিতা লাল,নীল পাঠ।

বসন্তের গান  ফুলে ভরা বন
মাঠে মাঠে নেচে ওঠে মন
সরিষা ফোটে হাসে আমন

সবুজের নোলক দোলে-
জন্ম বঙ্গে মরণ মাটির কোলে।

হাসান ইবনে শামীম
মালয়েশিয়া
তাং -১৮/৩/২০

Post a Comment

0Comments

Post a Comment (0)